Giorgia Meloni: মেলোনির বিতর্কিত বক্তব্য: রক্ষণশীল উত্থানে আতঙ্কিত উদারপন্থীরা?

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: আমেরিকার ‘কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স’ (CPAC)-এ ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Giorgia Meloni)। এই সম্মেলনে তাঁর দেওয়া বক্তব্য নিয়ে ইতালিতে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। মেলোনির দাবি, উদারপন্থী (Liberal) নেতারা ক্রমশ হতাশ হয়ে পড়ছেন, কারণ বিশ্বজুড়ে রক্ষণশীল (Conservative) নেতৃত্ব ক্রমাগত জনপ্রিয়তা অর্জন করছে। তাঁর ভাষায়, “যতই কাদা ছোড়া হোক, শেষ পর্যন্ত ভোটে জয়ী হয় রক্ষণশীল নেতারাই।”

সম্মেলনে মেলোনি(Georgia Meloni) উল্লেখ করেন, নব্বইয়ের দশকে যখন বিল ক্লিন্টন (Bill Clinton) এবং টোনি ব্লেয়ার (Tony Blair) বিশ্বব্যাপী এক উদারপন্থী নেটওয়ার্ক তৈরি করেছিলেন, তখন তাঁদের রাষ্ট্রনায়ক হিসেবে সম্মান দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে যখন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), মেলোনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলে (Javier Milei) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ঐক্যবদ্ধভাবে কথা বলেন, তখন তাঁদের গণতন্ত্রের জন্য বিপজ্জনক হিসেবে আখ্যা দেওয়া হয়। তিনি বলেন, “এটি সম্পূর্ণ দ্বিচারিতা। বামপন্থীদের এই দ্বিচারিতা আমরা অনেকদিন ধরেই দেখে আসছি, তবে ভালো বিষয় হল, জনগণ তাঁদের মিথ্যায় আর বিশ্বাস করেন না।”

মেলোনি তাঁর(Georgia Meloni) বক্তব্যে বিশেষভাবে ট্রাম্পের প্রশংসা করেন এবং দাবি করেন যে ট্রাম্প পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই বামপন্থীদের আক্রমণ আরও বেড়েছে। তাঁর ভাষায়, “ট্রাম্পের জয়ে বামপন্থীরা আতঙ্কিত। তাঁদের বিরক্তি এখন হিস্টিরিয়ায় রূপ নিয়েছে। সমস্যা হচ্ছে রক্ষণশীলরা শুধু জিতছেন না, তাঁরা বিশ্বজুড়ে একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছেন, আর সেটাই বামপন্থীদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ।” মেলোনির এই বক্তব্য নিয়ে ইতালির বিরোধী দলগুলো কড়া সমালোচনা করেছে। তারা CPAC সম্মেলনকে ‘নব্য ফ্যাসিবাদীদের (Neo-Fascist) জমায়েত’ বলে কটাক্ষ করেছে। বিতর্ক আরও বৃদ্ধি পায় যখন ট্রাম্পের প্রাক্তন মুখ্য কৌশলী (Chief Strategist) সম্মেলনের সময় নাৎসিদের (Nazi) মতো কুর্নিশ জানান। এই সমস্ত বিতর্কের মাঝেও মেলোনির বক্তব্য স্পষ্ট—বিশ্বজুড়ে রক্ষণশীল রাজনীতির উত্থান আটকানো যাবে না এবং জনগণ তাঁদের উপর আস্থা রাখছেন। এখন দেখার, ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ কীভাবে রূপ নেয় এবং উদারপন্থীরা এই রক্ষণশীল ঢেউয়ের মোকাবিলা কীভাবে করেন।