নিউজ পোল স্পোর্টস ব্যুরো: আইএসএলে (ISL) দুই দলের মধ্যে বিস্তর ফারাক। একটা দল গ্রুপ শীর্ষে (Group Top) থেকে জিতেছে লিগ-শিল্ড (League Shield)। তাও আবার পরপর দুই মরশুম (Two Seasons)। আর আরেকটা দল বরাবর শেষের দিকে। এবারেও রয়েছে ৯ নম্বরে। কথা হচ্ছে কলকাতার দুই প্রধান, দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান (Mohun Bagan)-ইস্টবেঙ্গলকে (East Bengal) নিয়ে। কিন্তু খেলার মাঠে যতই বৈরিতা থাক, মাঠের বাইরে সৌজন্য বজায় রাখল লাল-হলুদ। সবুজ মেরুনের সাফল্যে ফুলের তোড়া এবং মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হল তাদের পক্ষ থেকে।
আরও পড়ুন: Mohun Bagan: আমাদের খুঁজলে পাবে, সোনায় লেখা ইতিহাসে
রবিবার যুবভারতীতে (VYBK) ওড়িশা এফসিকে (Odisha FC) ১-০ গোলে হারিয়ে এবারেও লিগ-শিল্ড ঘরে তুলেছে মোহনবাগান (Mohun Bagan)। আইএসএলের ইতিহাসে প্রথমবার কোন দল পরপর দুবার এই কৃতিত্ব অর্জন করলো। সংযুক্তি সময়ে জয়সূচক গোলটি করেন দিমি পেত্রাতোস (Dimitri Petratos)। একই সঙ্গে লিগ চ্যাম্পিয়ন (League Champion) হওয়ার সুবাদে আগামী মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (AFC Champions League 2) খেলারও ছাড়পত্র পেয়েছে বাগান শিবির। অন্যদিকে পরপর ম্যাচ হেরে জটিল অঙ্কের ধাঁধায় প্লে-অফ (Play off) স্বপ্ন প্রায় অতীত লাল-হলুদ ব্রিগেডের।
আইএসএলের মঞ্চে শুরু থেকেই সেভাবে দেখা যায়নি সেই চেনা ইস্টবেঙ্গলকে। একটা সময় যে তুল্যমূল্য লড়াই হত মোহন-ইস্টের তা এখন প্রায় অতীত বলাই চলে। ইনভেস্টর থেকে কোচ-প্লেয়ারদের সমস্যায় বারংবার জর্জরিত হয়েছে ইস্টবেঙ্গল। ফলে খামতি থেকে গেছে দল গঠনে এমনটাই মত বিশেষজ্ঞ থেকে সমর্থকদের। অন্যদিকে সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) আসার পর থেকে খোলনলচেই পাল্টে গেছে পড়শী মোহনবাগানের (Mohun Bagan)। কিন্তু মাঠের মধ্যে বা বাইরে ইলিশ-চিংড়ির যতই লড়াই থাকুক না কেন ময়দানি সৌজন্য দেখাতে ভুলল না ইস্টবেঙ্গল। সোমবার সন্ধ্যায় সবুজ-মেরুন তাঁবুতে গিয়ে পড়শী ক্লাবের কর্তাব্যক্তিদের হাতে পুষ্পস্তবক এবং মিষ্টির হাঁড়ি তুলে দেন লাল-হলুদ কর্মকর্তারা।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এই মুহূর্তে ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান (Mohun Bagan)। বাকি আর দুটো ম্যাচ। কিন্তু ইতিমধ্যেই প্লে-অফে পৌঁছে গেছে হোসে মোলিনার (Jose Molina) দল। সামনে লক্ষ্য আইএসএল কাপ জেতা। অন্যদিকে মরশুমের মাঝপথে কোচ বদলালেও ভাগ্য বদলায়নি ইস্টবেঙ্গলের। এবারেও হয়তো প্লে-অফে কোয়ালিফাই করতে পারবে না তারা। তাই সমর্থকদের বক্তব্য সৌজন্য থাকুক সঙ্গে পড়শী ক্লাবের থেকে কিছু শিখুকও ইস্টবেঙ্গল।