RRB Exam: রেলওয়ে সহকারী লোকো পাইলট পরীক্ষার তারিখ ঘোষণা

দেশ শিক্ষা

নিউজ পোল ব্যুরো: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) সম্প্রতি ২০২৪ সালের সহকারী লোকো পাইলট (ALP) নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT 2) এর তারিখ ঘোষণা করেছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ ও ২০ মার্চ এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া, জুনিয়র ইঞ্জিনিয়ার (JE), ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেনডেন্ট (DMS), কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট (CMA) এবং অন্যান্য সংশ্লিষ্ট পদের জন্য সিবিটি ২ পরীক্ষার তারিখ(RRB Exam) পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে সংশোধিত তারিখগুলো যথাসময়ে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।পরীক্ষার্থীদের সুবিধার্থে, পরীক্ষার শহর ও তারিখের তথ্য পরীক্ষার ১০ দিন আগে RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে (rrbapply.gov.in) প্রকাশ করা হবে।

আরও পড়ুন:- WB HS Exams 2025 পুরনো পদ্ধতির শেষ উচ্চমাধ্যমিক আজ থেকে

পরীক্ষার ৪ দিন আগে পরীক্ষার সিটি ও তারিখ ইন্টিমেশন লিঙ্কের মাধ্যমে E-Call Letter বা প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা।পরীক্ষার হলে প্রবেশের আগে বায়োমেট্রিক যাচাই (Biometric Verification) এর জন্য পরীক্ষার্থীদের আধার কার্ড (Aadhaar Card) ব্যবহার করা হবে। তাই, পরীক্ষার(RRB Exam) দিনে অরিজিনাল আধার কার্ড অথবা ই-ভেরিফায়েড আধারের প্রিন্ট আউট সঙ্গে আনতে হবে।পরীক্ষার আগেই RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে Aadhaar Authentication সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার দিন কেন্দ্রে প্রবেশের সময় কোনো সমস্যা না হয়। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) স্পষ্টভাবে জানিয়েছে যে, নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) এর মাধ্যমে সম্পন্ন হয় এবং শুধুমাত্র প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

তাই, প্রার্থীদের ভুয়া প্রতিশ্রুতি ও প্রতারণামূলক কার্যকলাপ থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। RRB বলেছে, চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া দালালদের ফাঁদে পড়বেন না এবং নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। নিয়োগ সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে প্রার্থীদের শুধুমাত্র RRB-এর অফিসিয়াল ওয়েবসাইট (rrbapply.gov.in) দেখার পরামর্শ দেওয়া হয়েছে। অপরীক্ষিত(RRB Exam) বা অপ্রমাণিত কোনো তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত হবেন না এবং যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে সতর্ক থাকুন।