Madhyamgram Murder: অভিযুক্তরাই দেখিয়ে দিলেন কোথায় অস্ত্র, উদ্ধার হল বঁটি

অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: মধ্যমগ্রামের ট্রলি কাণ্ডে (Madhyamgram Murder) অবশেষে উদ্ধার হল খুনে ব্যবহার হওয়া বঁটি। মঙ্গলবার সকালে অভিযুক্ত ফাল্গুনী ঘোষের বাড়ির কাছে একটি পুকুর থেকে উদ্ধার করা হয় অস্ত্রটি। অভিযুক্ত মা ও মেয়ে নিজেরাই এটির সন্ধান দিয়েছেন। এরপর ডুবুরি নামিয়ে বঁটিটি উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুনঃ Trump Vs Zelenskyy: রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে আর সাহায্য করবে না আমেরিকা

আহিরীটোলার গঙ্গার ঘাটের কাছে ট্রলি ব্যাগে পাওয়া গিয়েছিল সুমিতা ঘোষের খণ্ড খণ্ড দেহ। এদিন সেই খুনের ঘটনায় (Madhyamgram Murder) অভিযুক্ত মা-মেয়ে আরতি ঘোষ এবং ফাল্গুনী ঘোষকে সঙ্গে নিয়ে তাঁদের বাড়ির সামনে এই পুকুরপাড়ে আসে পুলিশ। সূত্রের খবর, এরপর অভিযুক্তরা নিজেরাই হাত দিয়ে দেখিয়ে দেন কোথায় তাঁরা অস্ত্র এবং মৃতার পোশাক আশাক ফেলেছিলেন।

পুলিশ তল্লাশি চালিয়ে বঁটিটির পাশাপাশি একটি রক্তমাখা চাদর উদ্ধার করেছে। একইসঙ্গে সন্ধান মিলেছে একটি হাতুড়ি এবং একটি দা-র। যা খুনে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। যদিও অভিযুক্তদের দাবি, এগুলি তাঁরা ফেলেননি। এদিকে বঁটি এবং রক্তমাখা চাদর উদ্ধার হলেও যে ছুরি দিয়ে মৃতার দেহ কাটা হয়েছিল তার খোঁজ এখনও মেলেনি। সেইসঙ্গে সন্ধান চলছে দ্বিতীয় ট্রলিটির।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

সোমবারই এক নয়া তথ্য উঠেছিল ট্রলি কাণ্ডে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ আরো একটি লাল রঙের ট্রলি দেখতে পায় অভিযুক্তদের হাতে। আরতি ঘোষের দেহ খণ্ড খণ্ড করে যে ট্রলিটিতে পুরে গঙ্গায় ফেলতে যাচ্ছিলেন মা ও মেয়ে সেটি ছিল নীল রঙের। পুলিশের ধারণা লাল রঙের দ্বিতীয় ট্রলিতেই থাকতে পারে মৃতার পোশাক আশাক। জেরার মুখে অভিযুক্তরা স্বীকার করেন, একটি ছুরি এবং একটি বঁটির সঙ্গে এই ট্রলি তারা বাড়ির সামনের একটি পুকুরে ফেলেছিলেন। শেষপর্যন্ত বঁটিটি উদ্ধার হলেও ছুরি বা দ্বিতীয় ট্রলিটি এখনো উদ্ধার হয়নি। হাতুড়ি বা দা উদ্ধার হলেও অভিযুক্তরা অস্বীকার করছেন যে তারা সেগুলি ফেলেছেন। সেসব তদন্ত করে দেখছে পুলিশ।