Operation Sindoor: মাসুদের গড়েই শেষ ৫ সন্ত্রাসবাদী! ভারতীয় কৌশলের কারিশমা”

দেশ

নিউজ পোল ব্যুরো: নিশ্ছিদ্র গোপন অভিযানে পাকিস্তানের মাটিতে শেষ হল পাঁচ কুখ্যাত জেহাদির অধ্যায়। ভারতের নিরাপত্তা সংস্থার ‘অপারেশন সিঁদুরে’-তে (Operation Sindoor) একের পর এক ধ্বংস হয়েছে জইশ-ই-মহম্মদ (Jaish e Muhammad) ও লস্কর-ই-তইবার (Lashkar e Taiba) শীর্ষস্থানীয় নেতারা। শনিবার কেন্দ্রীয় সরকার প্রকাশ্যে আনল এই অভিযানের সাফল্যের তথ্য। নিহতদের তালিকায় রয়েছে মাসুদ আজহারের (Masood Azhar) দুই ঘনিষ্ঠ আত্মীয়ও।

আরও পড়ুন: IND vs PAK: ভারতের জয় কামনায় হোম-যোজ্ঞ দিকে দিকে

প্রথমেই রয়েছে মুদাসসর খাদিয়ান খাস (Mudassar Khadian Khas), যাকে মুদাসসর বা আবু জুন্দাল (Abu Jundal) নামেও চেনে লস্করের দুনিয়া (Operation Sindoor)। লস্কর-ই-তইবার (Lashkar e Taiba) মুরিদকোর ‘মারকাজ তইবা’-র দায়িত্বে থাকা এই ব্যক্তি শুধু জঙ্গি নন, পাকিস্তানের শাসক ও সেনার চোখে ছিলেন ‘শহিদ’। তার মৃত্যুতে কফিনে পুষ্পস্তবক দিয়েছেন পাক সেনা প্রধান ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। গার্ড অফ অনারে দাঁড়িয়েছিল পাক সেনাবাহিনী। সরকারি স্কুলে তার মরদেহ রেখে ‘শ্রদ্ধা জ্ঞাপন’ করেছে হাফিজ রউফের মতো কুখ্যাত জঙ্গি এবং পাঞ্জাব পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

এরপর রয়েছে হাফিজ মহম্মদ জামিল (Hafiz Muhammad zjameel)। মাসুদ আজহারের বড় শ্যালক ও জইশ-ই-মহম্মদের অন্যতম মাথা। ধর্মীয় প্রোপাগান্ডা ছড়ানো ও সংগঠনের জন্য (Operation Sindoor) তহবিল সংগ্রহ ছিল তার মূল কাজ। ভাওয়ালপুরের ‘মারকাজ শুভান আল্লা’-র তিনি ছিলেন প্রধান।

তালিকায় রয়েছে মহম্মদ ইউসুফ আজহার (Mohammed Yusuf Azhar) ওরফে ওস্তাদজি, মাসুদের অপর এক শ্যালক। একাধারে অস্ত্র প্রশিক্ষক, কাশ্মীর হামলার মাথা, এমনকি কুখ্যাত কান্দাহার বিমান হাইজ্যাকের অন্যতম ষড়যন্ত্রকারী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

খালিদ ওরফে আবু আকাশা (Abu Akasha), লস্করের ভয়ঙ্কর মুখ। কাশ্মীর হামলার সঙ্গে যুক্ত, আফগানিস্তান থেকে অস্ত্র পাচারে সিদ্ধহস্ত। ফয়সালাবাদে তার অন্ত্যেষ্টিতে উপস্থিত ছিল পাকিস্তানি সেনা ও প্রশাসনের একাধিক মুখ।

সবশেষে রয়েছে মহম্মদ হাসান খান (Mohammed Hassan Khan), জইশের অন্যতম নেতা, যার কাজ ছিল নতুন আত্মঘাতী জঙ্গি তৈরি ও ভারতে অনুপ্রবেশের ছক তৈরি।

এই অপারেশনের মাধ্যমে ভারত বুঝিয়ে দিল, আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক চালের পাশাপাশি শত্রুর মাটিতে ঢুকে জঙ্গিদের ঘায়েল করতেও তারা প্রস্তুত। ‘অপারেশন সিঁদুরে’ তাই শুধু অভিযান নয়, সন্ত্রাসের বিরুদ্ধে এক কৌশলী ও কড়া বার্তা।