IND vs AUS: স্পিন ভেলকিতে ভারতকে মাত দিতে কে যোগ দিলেন অজি দলে?

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: মঙ্গলবার দুবাইয়ে (Dubai) চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) প্রথম সেমিফাইনালে (First Semi-final) মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া (IND vs AUS)। তার আগে নিজেদের স্পিন বিভাগের (Spin Department) শক্তি বাড়িয়ে নিল আজি শিবির (Australia)। দুবাইয়ের পিচে বল থমকে আসছে। আর এইধরণের মন্থর পিচে সবথেকে বেশি কার্যকরী হয় স্পিনাররা (Spinner)। ভারতের (India) ম্যাচগুলিতে যা রোজ দেখা যাচ্ছে। দুবাইয়ের মাটিতে স্পিন‌ই যে জয়ের রেসিপি রবিবার নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে তা আর‌ও বেশি করে বুঝিয়ে দিয়েছেন বরুন চক্রবর্তী (Varun Chakravarthy)। তাই ভারতের বিরুদ্ধে নামার আগে বাঁহাতি স্পিনার কুপার কনলিকে (Cooper Connolly) দলে নিয়ে স্পিন অস্ত্রেই মেন ইন ব্লুজদের (Men in Blues) ঘায়েল করতে চাইছে ব্যাগি গ্রিন ক্যাপরা (Baggie Green Cap)।

আরও পড়ুন: IND Vs AUS: অজিদের ফাইনালে দেখছেন না ওঁরা

আফগানিস্তান (Afghanistan) ম্যাচে হাঁটুর পেশিতে চোট পান অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার ম্যাথু শর্ট (Matthew Short)। তখন‌ই জানা গিয়েছিল যে তাঁর পক্ষে আর সেমিফাইনাল (IND vs AUS) খেলা সম্ভব হবে না। তাই তাঁর পরিবর্তে কুপারকে দলে নেওয়ার জন্য আইসিসির (ICC) কাছে আবেদন জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। সোমবার যে অনুরোধ অনুমোদন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সচরাচর একজন ব্যাটসম্যানের পরিবর্তে আরেকজন ব্যাটসম্যনকেই দলে নেওয়া হয়। কিন্তু স্টিভ স্মিথরা (Steve Smith) সেই পথে না হেঁটে দলে নিয়েছেন তরুন অলরাউন্ডার (All-rounder) কনলিকে।

অস্ট্রেলিয়ার ট্রাভেলিং রিজার্ভ (Travelling Reserve) হিসেবে দলের সঙ্গেই ছিলেন কুপার কনলি। দলে আরেক ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক (Jake Fraser-McGurk) থাকলেও কনলিকেই খেলাতে (IND vs AUS) পারে অস্ট্রেলিয়া। কারণ তাঁর অলরাউন্ড দক্ষতা। ২১ বছর বয়সী এই বাঁ-হাতি ক্রিকেটার মিডল অর্ডারে ব্যাটের পাশাপাশি বাঁ-হাতি অর্থোডক্স (Left Arm Orthodox) বল‌‌ও করতে পারেন। ফলে অস্ট্রেলিয়া দলে আরও স্পিন বিকল্প খুলে গেল তাঁর অন্তর্ভুক্তিতে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

স্টিভ স্মিথের দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে অ্যাডাম জাম্পা, তনভীর সাংঘারা রয়েছেন। প্রয়োজনে হাত ঘোরাতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল, ট্র্যাভিস হেড‌ও। যদি অস্ট্রেলিয়া দুজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলতে (IND vs AUS) চায় তাহলে হয়তো কনলির জায়গা হবে না প্রথম একাদশে। ওপেনিংয়ে ম্যাকগার্ককেই দেখা যাবে এবং তৃতীয় স্পিনার হিসেবে খেলতে পারেন তনভীর সাংঘা।